
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট::
উত্তর সিলেটের জনপ্রিয় ক্রিকেট বোর্ড জাঙ্গাইল ক্রিকেট বোর্ডের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা
হয়েছে । গত শনিবার (৬ ডিসেম্বর) তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলায় বোর্ডের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের উপদেষ্টা শামস উদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও উপদেষ্টা আনোয়ার হোসেনের পরিচালনায় বৈঠকে কমিটিতে সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে সভাপতি খালেদ আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আবুল কালাম আজাদ, জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ফখরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, সম্মানীত সদস্য জহিরুল ইসলাম, মনজুর আহমদ, কার্যকরী পরিষদের সদস্য সিদ্দেক আলী, মোছা মিয়া, সদরুল ইসলাম রাজু, ফাহিম আহমদ, মিনহাজ আবেদীন এ্যানি, ফয়ছল আহমদ, সৈয়দ মঞ্জু, সাবের হোসেন, আজিবুর রহমান, কিবরিয়া আহমদ প্রমুখ ।
প্রতি বছর জাঙ্গাইল ক্রিকেট বোর্ড বড় ধরণের গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করে এলাকার ক্রিকেটকে এগিয়ে নিতে যেতে বিশেষ ভূমিকা পালন করছে । উল্লেখ্য যে,
প্রতি বছর উক্ত টুর্ণামেন্টে জাতীয় ক্রিকেট দলের অনেক তারকা ক্রিকেটার খেলে থাকেন ।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply