কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি হামিদের শ্যালক
-
আপডেটের সময় :
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
-
৫৯
টাইম ভিউ
কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি হামিদের শ্যালক
দৈনিক টংকাবতী অনলাইন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২: ৪১
কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) জেহাদ খান।
পেশায় চিকিৎসক কর্নেল (অব.) জেহাদ খান বলেন, তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। অল্প সময়ে মানুষ তাকে আপন করে নিয়েছেন।
এ আসনে বিগত সরকারের সময় সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হওয়ায় তিনি অনেকটা কোণঠাসা অবস্থায় আছেন। শোনা যাচ্ছে দল নির্বাচনে গেলে তিনি এ আসনে এবারও প্রার্থী হতে পারেন।
সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম ওসমান ফারুক এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। ওসমান ফারুক বলেন, স্বৈরাচারী সরকার তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তাকে দেশত্যাগে বাধ্য করেছিল। আট বছর তাকে যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছে।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply